বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন- বিএমবিএফ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কমিটি ঘোষণা। উক্ত কমিটি অনুমোদন দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাননীয় বিচারপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান মিয়া ও মহাসচিব এস এম সাইফুর রেজা। নবনির্বাচিত কমিটি গঠনে উক্ত সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলার সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির আরো অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক আবুল বাশার, যুগ্ন সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ ইউসুফ। উক্ত সময় বক্তব্য প্রদান করেন কলাপাড়া নবনির্বাচিত কমিটির সভাপতি অ্যাডভোকেট মামুন।