الصحة

الصحة تكوين عربي
الصحة تكوين عربي

الصحة تكوين عربي

المُقَدِّمَةُ : الحَمْدُ لِللَّهِ الَّذِي جَعَلَ الصحةَ وَالْقُوا نِعْمَةٌ عظمى وَالصَّلَاةُ وَالسَّلَامُ علَى النَّبِيِّ الَّذِي نَجَّعْنَا على حفظ الصحة وعَلَى إِلَيْهِ وَأَصْحَابه اجمعين.تعريف الصحة : السعة في عافية الجسم وسلامة من كل مرضي ولاية وهر يعنة عظمى وسبب السعادة وجميع الأعمال موقوف على صحة الجسم، فمن منه الشيعة فعالة ملاك كل شيء وتكون خيانة ممتعة وسعيدة ومن فقد الصحة القد

كل شي وتكون حياته عقبة

أهمية الصحة : للصحة امنية كثيرة فِي حَيَاةِ الْإِنسَانِ وَفِي ضرورة التفكير

الصحيح والفهم السليم وهي الازمة للدراسة والعلم والأداء العبادات، صاحب العمة ينتفع به القوم والوطن، ونظراً إلى أهمية الصحة قال النبي صلى الله عليه اللى اقليم معتاة قبل سقية وأيضا قال : المؤمن القوي خير من المؤمن الطعيم كيفية تحصيل الصحة : تحمل الصحة بنطاقة الجسم واللباس وبنطالي العرقية والسلولي ويتناول الماكولات والمشروبات الصافيات وتحصل المينا بالرياضة الجسمانية وبالعربي والمشي والتجول صباحا ومساء في مكان وابيع وشاطئ البحر والنهر وجلب الميدان الواسع وتحصل الصحة باقل الأمنية المقوية ولا بد لقائها الإستراحة والسوم المناسب والأكل الموزون

فوائد الصحة : إن الصبيحة أصل الفرح والفوز لأن الرجل الذي يتمتع بالصحة بوری و استانیه وقراية بحلة ونشاط وشرعية وأنا الصحيح يترقى من درجة إلى درجة على يبلغ منزلة القول والتقدم واما ناهد الصيحة لتقطيع منه البواب

التقدم والرقي حيث يرى في حيابه عالمة شديد؟

الخادمة : عليك أن تحفظ معتنا وتحاول جميع المحاولات لبقائها في تستطيع ان العمل يتقدم الوطن والقوم والتستطيع أن تروى العبادات كلها حيث أمرك الله تعالى

 রচনা আরবি বাংলা অর্থ সহ সুস্থতা


ভূমিকা: সকল প্রশংসা আল্লাহর, যিনি স্বাস্থ্য ও শক্তিকে বিশাল নেয়ামত করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী করীম (সা)-এর প্রতি, যিনি আমাদের স্বাস্থ্য রক্ষার ইতি প্রতি উৎসাহিত করেছেন। আর তার পরিবার ও সকল সাহাবী প্রতি বর্ষিত হোক। বিষয়া-এর পরিচিতি: সিহতা বা সুদ্ধতা হলো শরীরের আরোগ্য ও সকল অসুখ বিসুখ থোক তার মুক্তি। এটা মহান নিয়ামত ও সৌভাগ্যের কারণ। সকল কাজকর্ম দেহের সুদহার ওপর নির্ভরশীল। তাই যে সুস্বাস্থ্যের অধিকারী হলো যে যেন সকল কিছুর অধিকারী হলো এবং তার জীবন মজাদার ও সুখময় হবে। আর যে সুস্বাস্থ্য হারিয়ে ফেলেছে সে সবকিছু হারিয়ে ফেলেছে এবং তার জীবন হবে দুর্ভাগ্য।সুস্থতার গুরুত্ব: মানবজীবনে সুস্থতার অনেক গুরুত্ব রয়েছে। বিশুদ্ধ গবেষণা ও সঠিক চিন্তার জন্য তা অত্যাবশ্যক এবং এটা পড়াশুনা, ইলম চর্চা ও ইবাদতসমূহ আদায়ের জন্যও আবশ্যক। সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তি থেকে জাতি ও দেশ উপকর লাভ করতে পারে। সুধাস্থ্যের আবশ্যকীয়তায় নবী (স) বলেন- ‘তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থতা থেকে সুযোগ গ্রহণ কর।’ তিনি আরও বলেন- ‘শক্তিশালী মুমিন দুর্বল মুমিন অপেক্ষা উত্তম।’

সুস্থতা অর্জনের পদ্ধতি: শরীর ও পোশাক পরিচ্ছেদ পরিচ্ছন্ন রাখা, বাসা-বাড়ি।

পরিষ্কার রাখা এবং স্বচ্ছ খাবার দ্রব্য ও পানীয় গ্রহণের মাধ্যমে সুস্থতা অর্জিত হয়। শরীরচর্চা, দৌড়, সকাল-সন্ধ্যায় প্রশস্থ স্থানে হাটা, সমুদ্র ও নদীর তীরে এবং প্রশন্ত মাঠে ঘোরাফেরার মাধ্যমে সুস্থতা হাসিল হয়। তবে এ সুস্বাস্থ্য টিকিয়ে রাখার জন্য আরাম আয়েশ, উপযুক্ত ঘুম ও ভারসাম্যপূর্ণ খাবার আবশ্যক। ও সফলতার মূল। কেননা সুস্বাস্থ্য

সুস্থতার উপকারিতা: নিশ্চয় সুস্থতা আনন্দ

উপভোগকারী ব্যক্তি তার দায়িত্ব কর্তব্যসমূহ চপলতা, উদ্দীপন্য ও দ্রুততার সাথে আদায় করে এবং সুদ্ধ ব্যক্তি এক স্তর থেকে অন্য স্তরে উন্নিত হয় এমনকি সে সফলতা ও অগ্রগতির চরম স্থানে উপনীত হয়। আর সুস্বাস্থ্যবদিত ব্যক্তির অগ্রগতি ও উন্নতির সকল দরজা তার থেকে বিচ্ছিন্ন হয়; এমনকি সে তার জীবনে ঘোর অন্ধকার দেখতে পায়।

উপসংহার: স্বাস্থ্য সংরক্ষণ এবং তা টিকিয়ে রাখার জন্য আমাদের সকল ধরনের চেষ্টা অতীব জরুরি। যাতে আমরা জন্মভূমি ও জাতির জন্য কাজ করতে পারি এবং সমস্ত ইবাদত বন্দেগি আল্লাহর নির্দেশানুসারে আদায় করতে সক্ষম হই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*