تكوين عربي حب الوطن

দেশ প্রেম আরবি রচনা
দেশ প্রেম আরবি রচনা

تكوين عربي حب الوطن

দেশ প্রেম আরবি রচনা
দেশ প্রেম আরবি রচনা

التَّقْدِيمُ : الحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ الوَطَنَ مَساكن الإنسان، والصلوة والسلام على النبي الذي هاجر من وطيه لأجل الإيمان وعلى اله الذين نشروا الدين في الأوطان تعريف الوطن الوطن هو المكان الذي يلد فِيهِ الْإِنْسَانُ وَيَعِيشُ عَلَى أَرى وتكبر في هواكه وتوره وتأكل من عذانه وهوَ كَالَا الَّذِي يَطْمَئِنُ الطَّفْلُ فِي حِيهَا حديقة حب الوطن حب الوطن هو حب فطرى كُلُّ إِنْسَانِ يُحِبُّ وَظَنَهُ أَكْثَرَ مِنْ وطي غيره وإن كان وطنه فَقِيرًا ووطن الآخَرِينَ عَنِيًّا إِنْ يُسَافِرُ أَحَدٌ إِلى خارج الوطني يكن قلبه معلقا بتذكر مناظر الوطن ويَسْنَتَهُ يَبْكِي قَلْبُهُ للرجوع إلي

لبكاء الأنس الامه

اهمية حب الوطن : إِنَّ الوطن كالام تربى الأم أوْلَادَهَا فَكَمَا يُرَبِّي الوَطَنُ مُوَاطِنِيهِ ويعطى الرزق والثَّمَرَاتِ وَأَنْعَامًا كَثِيرَةٌ وَإِنَّ الوَطَنَ يُعْطِي مُوَاطِنِيهِ جَمِيعَ وَسَائِلِ العيش والراحة، ولذا قيل في أهمية حب الوطن حُبُّ الْوَطَنِ مِنَ الْإِيْمَانِ واجب المواطنين إلى الوَطَنِ : يَجِبُ عَلَى كُلِّ وَاحِدٍ أَنْ يُحِبُّ وَعَنْهُ قَوْلًا وَعَمَلًا ويسعى لتقدمه ويحررة من السُّوءِ وَالْفَسَادِ، وَيَجْتَهِد لرفع شَأْنِهِ الوَطَنُ هُوَ نِعْمَةٌ مِنَ اللهِ فَلا بد عَلَى كُلِّ فَرْةٍ أَنْ يَشْكُرَ نِعْمَةَ اللهِ بِآدَاء الْوَاحِبَاتِ إِلَى الْوَطَنِ. حب الوطن للأنبياءِ وَالْمُرْسَلِينَ : كُلُّ نَبِي وَرَسُول أَحبُوا وَطَنَهُمْ حَبًّا كَثِيرًا، وَهَذَا ما تعلم من واقعة يوسف، وموسى عليهما السلام، هُوَ يَرْجِعُ إِلَى وَطَنِهِ فَلِسْطِينَ معَ بَنِي إِسْرَائِيلَ قَالَ اللهُ تَبَارَكَ وَتَعَالَى اعْتِبَارًا لِقَوْلِ إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَامُ الَّذِي الظهر حب وطيه ، وإذ قال إبْرَاهِيمُ رَبِّ اجْعَل هذا بلدًا آمِنًا وَارْزُقُ أَهْلَهُ مِنَ السَّمَرَاتِ، كَمَا يُوجَدُ هذا الحب عِنْدَ نَبينا صلى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِيْنَمَا غَادَرَ وطنه إلى مكة وهو يبكي قائلا ” مكة احب البلاد إلى لولا أَخْرِجْتُ لَمَا خَرَجْتُ. الخَائِمَةُ : يَجِبُ على كل مواطن عامة وعلى كل طَالِبٍ خاصة أن يُحِبُّ وَظَنَهُ حبا كاملا بالفعل والقول ويستيقظ يحفظه من العُدْوَانِ وَالْبُغَاةِ الدَّاخِلِيَّةِ والخارجية كلها.

দেশ প্রেম আরবি রচনা
দেশ প্রেম আরবি রচনা

تكوين عربي حب الوطن

দেশ প্রেম আরবি রচনা

ভূমিকা: সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি। মাতৃভূমিকে মানুষের আ বানিয়েছেন। দরুদ ও সালাম সে মহানবি (স)-এর প্রতি বর্ষিত হোক ছিনি ২৬ সংরক্ষণের জন্য স্বীয় মাতৃভূমি হতে হিজরত করেছেন এবং সেসকল পরিয়ারবধি প্রতি যারা মাতৃভূমিতে দ্বীন প্রসার করেছেন।

দেশের পরিচয়: দেশ হলো এমন স্থান যেখানে মানুষ জন্মগ্রহণ করে এবং তার তুমি।

ওপর সে জীবনযাপন করে, তার আলো বাতাসে সে বড় হয়, তার খাদ্য ভান্ডার সে খায়। আর এটা হলো ঐ মায়ের মতো যিনি সন্তানকে কোলে রেখে প্রশান্তি লাভ করেশদাত দেশপ্রেমের বাস্তবতা দেশপ্রেম হলো স্বভাবগত ভালোবাসা। প্রত্যেক ব্যক্তি ৩১০নি দেশকে অন্য কারো দেশ অপেক্ষা অধিক ভালোবাসে যদিও তার দেশ গরিব এবং অন্যদের দেশ ধনী হোক না কেন। যদি কোনো ব্যক্তি দেশের বাইরে ভ্রমণ করে ভার অন্তর দেশের সাথে ঝুলন্ত থাকে, দেশের দৃশ্যাবলি ও তার পরিবেশ স্মরণ করতে। থাকে। দেশে প্রত্যাবর্তনের জন্য তার হৃদয় কাঁদতে থাকে যেমন সন্তানের কান্না তার মায়ের জন্য।

স্বদেশ প্রেমের গুরুত্ব: নিশ্চয় দেশ মায়ের মতো। মা তার সন্তানকে লালনপালন করে অনুরূপ দেশ ভার নাগরিকদের লালন পালন করে এবং রিজিক, ফলমূল ও অনেক চতুষ্পদ জন্তু দান করে। দেশ তার নাগরিকদেরকে জীবনযাপনের সকল উপকরণ ও আরাম প্রদ করে। দেশপ্রেমের গুরুত্বের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে, দেশপ্রেম ঈমানের অন্তর্ভুক্ত।

দেশের প্রতি নাগরিকের কর্তব্য প্রত্যেকেরই কথা ও কাজে তার দেশকে ভালোবাসা আবশ্যক। দেশের উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করবে, ফাসাদ ও অনিষ্টতা থেকে তাকে রক্ষা করবে এবং তার মান সম্মান সমুন্নত রাখতে যথেষ্ট পরিশ্রম করবে। দেশ আল্লাহর এক নিয়ামত। তাই দেশের প্রতি দায়িত্বসমূহ পালন করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া করা প্রত্যেক ব্যক্তির জন্য বাধ্যতামূলক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*