شخصية جيدة
الافْتِنَاحُ : الحَمْدُ لِلَّهِ الَّذِي خَلَقَ الْإِنْسَانَ مِنْ طِيْنِ ثُمَّ كَرَّمَهُ لِمَكَارِ أَخْلَاقِ وفضله على العالمين والصلوة والسلام على مَنْ اخْتَصَّ بِالْخُلْقِ الْعَظِيمِ وَعَلَى
الِهِ الَّذِينَ تَخَلَّفُوا بِإِخْلَاقِ اللَّهِ الكَرِيمِ.
تَعْرِيفُ الخُلْقِ : الخُلُق في اللغة العادة وفي الاصطلاح : هُوَ العادة الحسنة التي
تحت النَّاسَ إِلَى الْأَعْمَالِ الْفَاضِلَةِ.
الأمورُ الَّتِي تَشْتَمِلُ حُسْنَ الْخُلْقِ : حُسْنُ الْخُلْقِ تَسْمُلُ الْحَيَاء وَالصَّبْرَ وَالْحِلْمَ وَالْكَرَمِ وَالْفَضْلَ وَالحِكْمَةَ وَالشُّجَاعَةَ وَالتَّوَكُلَ وَالْعَفْوَ وَابْنَاءَ الوَعْدِ وَالْإِحْسَانَ وَالْإِخْلَاص والشكر وأداء الوَاجِبَاتِ وَالفَرائض الإسلامية وتوفير الأكبر وترحم الصِّغَارِ والصدق وكظم الغَيْظِ وَالْاجْتِنَاب عَنِ الشَّرُورِ وَالسَّيِّئَاتِ وَغَيْرَ ذَلِكَ.
فَضِيلَةُ حُسْنِ الخُلْقِ : وَلِحُسْنِ الْخُلْقِ فَصْلٌ كَثِيرٌ مِنْ هُذِهِ الْفَضَائِلِ أَنَّهُ يُحْمِلُ الْإِيْمَانَ كَمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : “أَكْمَلْ الْمُؤْمِنِينَ إِيْمَانًا أَحْسَنُهُمْ خُلْقًا وَهُوَ مِيزَانُ الْمَجْدِ والكَرَم بَيْنَ النَّاسِي، وَالأخْلانُ تَجْعَلُ الْإِنْسَانَ مَحْمُوداً
ومحبوبا عِنْدَ المُجْتَمَع قَالَ عَلَيْهِ السَّلَامُ : إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنُكُمْ أَخْلَاقًا.
مَاخَذْ حُسْنِ الْخُلْقِ : مَاخَذْ حُسْنِ الخُلْقِ الله سُبْحَانَهُ وَتَعَالَى وَنَبِيُّهُ، قَالَ
تَعَالَى : صِبْغَةَ اللهِ وَمَنْ أَحْسَنُ مِنَ اللهِ صِبْغَةٌ وَنَحْنُ لَهُ عَابِدُونَ وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَخَلَّفُوا بِأخْلاقِ اللهِ وَقَالَ تَعَالَى فِي بَيَانِ وَصفِ
الرسول (وَإِنَّكَ لَعَلى خُلْقٍ عَظِيه).
الخَاتِمَة : حسن الخلق وصف مِنْ أَوْصَافِ الرَّسُولِ وَالصَّالِحِينَ وَالله أَمرنا بذلك.
فَعَلَيْنَا أن تنصف بالأخلاق الحسنة وتجنيب من الأخلاق السيئة.
উত্তম চরিত্র রচনা আরবি شخصية جيدة
ভূমিকা: সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি সর্বপ্রথম মানুষকে মাটি হতে সৃষ্টি করেছেন। অতঃপর তাকে সচ্চরিত্রের কারণে সম্মানিত করে বিশ্ব দরবারে মর্যাদার আসনে সমাসীন করেছেন। দরুদ ও সালাম সে মহামানবের ওপর যিনি উত্তম চরিত্রের দ্বারা বিশেষিত। আর তাঁর পরিবারবর্গের প্রতি যারা আল্লাহর মহান চরিত্রে চরিত্রবান।
খুলুক শব্দের পরিচয়: অভিধানে শব্দের অর্থ হলো স্বভাব। পরিভাষায় খুলুক হলো উত্তম স্বভাব যা মানুষদেরকে উচ্চ মর্যাদাশীল কাজের প্রতি উৎসাহিত করে।
যে বিষয়াবলি সচ্চরিত্রকে অন্তর্ভুক্ত করে সচ্চরিত্র লাজুকতা, ধৈর্য, সহিষ্ণুতা, মহত্ত্ব, অনুগ্রহ, প্রজ্ঞা, বীরত্ব, তাওয়াক্কুল, ক্ষমা, অঙ্গীকার পূরণ, দয়া, নিষ্ঠা, কৃতজ্ঞতা, দায়িত্বপালন ও ইসলামি ফরযসমূহ, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ, সত্যবাদিতা, ইহসান, ক্রোধ সংবরণ এবং অনিষ্টতা ও গুনাহসমূহ হতে বিরত থাকা ইত্যাদিকে অন্তর্ভুক্ত করে।
সচ্চরিত্রের মর্যাদা: উত্তম চরিত্রের অনেক মর্যাদা রয়েছে। তন্মধ্যে অন্যতম হলো সে
ঈমানকে পরিপূর্ণ করে। যেমন নবী (স) ইরশাদ করেন- ‘ঈমানে পরিপূর্ণ মুমিনগণই উত্তম চরিত্রের অধিকারী।’ আর এটা মানুষের মাঝে সম্মান ও বদান্যতার মানদণ্ড। চরিত্র মানুষকে সমাজে প্রশংসিত ও প্রিয় করে তোলে। রাসূল (স) বলেন- ‘তোমাদের ভিতর অন্যতম হলো যারা উত্তম চরিত্রের অধিকারী।’
উত্তম চরিত্রের উৎস: উত্তম চরিত্রের উৎস হলো আল্লাহ ও তাঁর নবী করীম (স)। মহান আল্লাহ বলেন- ‘তোমরা আল্লাহর রং বা বৈশিষ্ট্য ধারণ কর আর বৈশিষ্ট্যের আধার হিসেবে আল্লাহ অপেক্ষা কে উত্তম হতে পারে? আমরা তো তাঁরই ইবাদতকারী।’ নবী (স) হতে বর্ণিত আছে, ‘তোমরা আল্লাহর চরিত্রে সচ্চরিত্রবান হও’ আল্লাহ তাআলা রাসূল (স) এর গুণ বর্ণনা করার ক্ষেত্রে বলেন ‘আপনি অবশ্যই মহান, চরিত্রের ওপর আছেন।’
উপসংহার: উত্তম চরিত্র রাসূল (স) ও সৎকর্মশীলদের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ আমাদের এর আদেশই করেছেন। তাই, আমাদের উত্তম চরিত্র গুণে গুণান্বিত হওয়া এবং অসৎ চরিত্র থেকে বিরত থাকা আবশ্যক
Leave a Reply