ِيمَةُ الْوَقْتِ সময়ের মূল্য রচনা আরবি

ِيمَةُ الْوَقْتِ সময়ের মূল্য রচনা আরবি
ِيمَةُ الْوَقْتِ সময়ের মূল্য রচনা আরবি

ِيمَةُ الْوَقْتِ


المُقَدِّمَةُ : الْحَمْدُ لِلَّهِ الَّذِي خَلَقَ النَّاسِ وَجَعَلَ لَهُمْ أَجَلًا مُعَيَّا وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى أَشْرَفِ الأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ الَّذِي حَنَّ النَّاسِ لِاعْتِنَامِ الْوَقْتِ وَآلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ الْمُرَادُ بِقِيمَةِ الْوَقْتِ : يُرَادُ مِنَ الوَقتِ جُزء مِنْ أَجْزَاءِ الزَّمَنِ، أَوْ جُزء مِنْ أَجْزَاء الْحَيَاةِ، فَكُلُّ حِينِ مِنْ عُمْرِ الْإِنْسَانِ جُزء مِنَ الوَقْتِ وَالْمُرَادُ بِقِيمَةِ الوَقْتِ وَقَدْرِهِ حُسن اسْتِعْمَالِهِ، فِعْلُ كُلِّ مَا يُعِيدُهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَعَدَمُ تَطْبِيعِهِ بِالْأَعْمَالِ الْقَاسِدَةِاهمينه : الوقت أهم الأشياء العالية التي توجد في حياء الإنسان فالإنسان ينجح في حياته باستغلال الوقت استغلال حسنا ويخسر في حبابه بعدم استغلالية والطبيعة عينا والله سبحانه وتعالى يَسْأَلُ النَّاسِ مَنْ حَيَاتِهِ أَن كل حين من عمره يوم الحساب فلذا قال النبي صلى الله عَلَيْهِ وَسَلَّم النيم حياتك قبل موتك وشبابك قبل هرمك والله تعالى يسأل العبد من الوقت ويسأل من حياته فيما أفناها وعن شبابه فيما ابلاء ولا ينجو أحد بدون جواب صحيح

كيفية استخدام الوقت : على كل إنسان أن يستخدم وقته استخداما صحيحا فَلَا يُضِيعُ وقته بدون عمل للنوم بعضها والعِبَادَاتِ بَعْضُها ولكسب المال الحلال بعضها والشرقة بعضها والتحصيل العلوم بعضها، وعلى كل طالب أن لا يشرك عمل اليوم الغد بل يتم كل عمل في وقته فيحدة المذاكرة بعض الأوقات وبعضها لمطالعة الكتب الخارجية والجرائد وبعضها لللعب والرياضية الجسمانية وبعضها للأكل والعسل عَلَى كُلِّ حَالٍ كُلَّ عَمَلٍ يَعْمَلُ

من وقته المناسب ولا يُضِيعه

الخاتمة : على كُلِّ وَاحِدٍ مِنَ النَّاسِ أن يستخدمَ الْأَرْقَانَ اسْتِعْدَامًا صَحِيحًا لِأَنَّ الفلاح والنجاح موقوف على استخدام الأوقات استخداما صحيحًا.

ِيمَةُ الْوَقْتِ সময়ের মূল্য রচনা আরবি

ভূমিকা: সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য। যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারিত করেছেন। দরূদ ও সালাম বর্ষিত হোক সকল নবি- রাসুলের শ্রেষ্ঠ মুহাম্মদ (স)-এর ওপর, যিনি মানুষকে সময়ের মূল্যায়ন করতে বলেছেন এবং তাঁর পরিবার-পরিজন ও সকল সঙ্গীসাথির ওপর।

সময়ের মূল্য দ্বারা উদ্দেশ্য: সময় দ্বারা উদ্দেশ্য হলো যুগের প্রতিটি অংশ অথবা জীবনের প্রতিটি অংশ। আর মানুষের বয়সের প্রতিটি মুহূর্ত জীবনের একটি অংশ। আর সময়ের মূল্য এবং এর মর্যাদা দ্বারা উদ্দেশ্য হলো সেসব বিষয়ের উত্তম ব্যবহার যা ইহকাল ও পরকালের উপকারিতা দেয় এবং মন্দ আমল দ্বারা তাকে নষ্ট না করা

সময়ের গুরুত্ব: মানবজীবনের যত মূল্যবান জিনিস পাওয়া যায় তন্মধ্যে সময় অন্যতম। মানুষ তার জীবনে সময়ের উত্তম ব্যবহারের মাধ্যমে সফলতা লাভ করে এবং অনর্থক সময়ক্ষেপণ ও অপব্যবহারে সে তার জীবনে ক্ষতিগ্রস্ত হয়। মহান আল্লাহ হিসাবের দিন মানুষকে তার জীবন সম্পর্কে অর্থাৎ তার বয়সের প্রতিটি মুহূর্ত সম্পর্কে জিজ্ঞেস করবেন। এ কারণেই রাসূল (স) বলেছেন- ‘মৃত্যুর পূর্বে তোমার জীবন থেকে এবং তোমার বার্ধক্যের পূর্বে তোমার যৌবন থেকে সুযোগ গ্রহণ কর।’ মহান আল্লাহ সময় সম্পর্কে বান্দাকে জিজ্ঞেস করবেন। তার জীবন সম্পর্কে জিজ্ঞেস করবেন কিভাবে সে তা কাটিয়েছে। তার যৌবনকাল সম্পর্কে সে কিভাবে তা অতিক্রম করেছে। তাতে সঠিক উত্তর ব্যতীত কেউ মুক্তি পাবে না।

সময় ব্যবহার করার পদ্ধতি: প্রত্যেক মানুষের জন্য তার সময়কে সঠিকভাবে ব্যবহার

করা অত্যাবশ্যক। অতএব কোনো কাজ ব্যতীত তার সময়কে বিনষ্ট করবে না। কতেক সময় ঘুমের জন্য, কতেক ইবাদতের জন্য, কতেক হালাল সম্পদ অর্জনের জন্য, কতেক বিনোদনের জন্য এবং কতেক ইলম অন্বেষণের জন্য। প্রত্যেক ছাত্রের জন্য ‘আবশ্যক হলো আজকের কাজ সে আগামিকালের জন্য ফেলে রাখবে না; বরং সময়মতো সবকিছু পরিপূর্ণ করবে। অতএব কিছু সময় তার পড়াশুনার জন্য নির্ধারিত করবে, কিছু সময় পাঠ্য বহির্ভূত বই ও পত্রিকা পাঠের জন্য, কিছু সময় খেলাধুলা ও শরীরচর্চা এবং কিছু সময় খাওয়া দাওয়া ও গোসলের জন্য। সর্বোপরি, সকল কাজ তার যথাযথ সময়ে আদায় করবে এবং তা বিনষ্ট করবে না।

উপসংহার: প্রতিটি মানুষের জন্য স্বীয় সময়গুলোকে সঠিকভাবে ব্যবহার করা আবশ্যক। কেননা, সফলতা সময়ের সঠিক ব্যবহারের ওপর নির্ভরশীল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*