ইলমের ফযিলত রচনা আরবি فَضِيْلَةُ الْعِلْمِ

ইলমের ফযিলত রচনা আরবি فَضِيْلَةُ الْعِلْمِ
ইলমের ফযিলত রচনা আরবি فَضِيْلَةُ الْعِلْمِ

فَضِيْلَةُ الْعِلْمِ

التَّمْهِيدُ : الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ، وَالصَّلُوةُ وَالسَّلَامُ عَلَى مَنْ

أَمَرَ بِطَلَبِ الْعِلْمِ وَعَلَى الهِ الَّذِينَ حَمَلُوا الْعُلُوْمَ إِلَى كُلِّ مُسْلِمٍ. تَعْرِيفُ الْعِلْمِ : الْعِلْمُ فِي اللُّغَةِ الْإِدْرَاكَ وَالْمَعْرِفَةُ وَالْفَهْمُ. وَفِي الْإِصْطِلَاحِ هُوَ نُورٌ

يَقْذِفُهُ اللَّهُ فِي قَلْبِ مَنْ يُحِبُّهُ وَيُعْرَفُ بِهِ حَقَائِقُ الْأَشْيَاءِ.

أَقْسَامُ الْعِلْمِ : يَنْقَسِمُ الْعِلْمُ إِلَى قِسْمَيْنِ رَئِيسَيْنِ :

ا عِلْمُ الدِّينِ : وَهُوَ الْعِلْمُ الَّذِي يَشْتَمِلُ عَلى عُلُوْمِ الْقُرْآنِ وَالْحَدِيثِ وَالْفِقْهِ وَالْعَقَائِدِ وَالتَّوْحِيدِ وَالْعُلُومِ الَّتِي مُسَاعَدَةٌ لِفَهْمِ الْقُرْآنِ وَالْحَدِيْثِ كَالنَّحْوِ

وَالصَّرْفِ وَالْبَلَاغَةِ وَغَيْرِهَا .

. وَعِلْمُ الدُّنْيَا : هُوَ الْعِلْمُ الَّذِى يَتَعَلَّقُ بِحُصُولِ الدُّنْيَا مَثَلًا عِلْمُ الطَّيِّ

وَالْهَنْدَسَةِ وَالْجُغْرَافِيَّةِ وَالْحِسَابِ وَمَا إِلَى ذلِكَ.

حُكْمُ طَلَبِ الْعِلْمِ : طَلَبُ الْعِلْمِ الْإِبْتِدَانِي وَالضَّرُورِيِّ الَّذِي يَحْتَاجُ إِلَيْهِ لِعِبَادَةِ اللهِ وَتَوْحِيدِهِ فَرْضٌ عَلَى كُلِّ مُسْلِمٍ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” طَلَبُ الْعِلْمِ

فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِم وَطَلَبُ عِلْمِ الدُّنْيَا وَالتَّعَمقُ فِيْهِ فَرْضُ كِفَايَةٍ.                                                                                                 

وهو يهدب اهمية العلم : العلم اهميَّة بَالِغَةٌ فِي الْحَيَاةِ الْبَشَرِيَّةِ، وَهُوَ ذَريعَةُ الْهِدَايَةِ وَن يَعْرِفُ النَّاسُ الحَقَّ وَالْبَاطِل والخير والشر، وهُوَ نِعْمَةٌ عظمى . ودولة كبرى الأَخْلَاقَ وَيَرْفَعُ الشَّانَ وَهُوَ سَبِيلَ نَهْضَةٍ لِكُلِّ أُمَّةٍ وَوَسِيلَةُ التَّقَدُّ لِكُلِّ قَرْرٍ وَمُجْتَمَ فضل العلم : العلم فضائل كثيرة، أنزل اللهُ كَثِيرًا مِنَ الْآيَاتِ فِي فَضْلِ العِلم قَالَ اللهُ تَعَالَى : اقرأ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَى اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَم الذي علم بالقلم علم الإِنْسَانَ مَا لَمْ يَعْلَمُ وَأَيْضًا قَالَ يَرْفَعَ اللهِ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أوتُوا العلم درجات. وقال النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَلَكَ طرِيقًا يَلْتَمِسُ فِيْهِ عِلْمًا سَهَّلَ اللهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ وَأَيْضًا قَالَ فِي فَضْلٍ العلم ، تصل العالم على العَابِدِ كَفَضْلِ القَمَرِ عَلَى سَائِرِ الْكَوَاكِي وَقَالَ اللهُ

تعالى : قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يُعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ وَاجِنَا نَحْوَ العِلْمِ : يَجِبُ عَلَيْنَا أَنْ نَتَعَلَّمَ وَنَحْصُلَ مِنَ الْعُلُومِ رِضا لِلَّهِ تَعَالَى قدر ما تستطيع به أن تودي حقوقنا نحو ربنا وَنَحْوَ دِينِنَا وَنَتَسَكُنَ بِهِ أَنْ تَرْفَعُ حياتنا وتطور بلادنا. قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ خَرَجَ فِي طلب العلم

تهوَ فِي سَبِيلِ اللهِ حَتَّى يَرْجِع.

الخَائِمَةُ : العِلم النافع سبب للفوز والفلاح الصاحيه في الدُّنْيَا وَالْآخِرَةِ فَعَلَيْنَا

أن تحصل العلوم الدينية والدنيوية قدر الاسْتِطَاعَة

ইলমের ফযিলত রচনা আরবি فَضِيْلَةُ الْعِلْمِ

ইলমের ফযিলত রচনা আরবি فَضِيْلَةُ الْعِلْمِ

ভূমিকা: সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি মানুষকে অজানা বিষয় শিখিয়েছেন। দরূদ ও সালাম বর্ষিত হোক তাঁর সে বান্দা ও রাসূলের ওপর যিনি নির্দেশ দিয়েছেন বিদ্যার্জনের জন্য। আর তাঁর পরিবারবর্গের প্রতি যাঁরা সকল মুসলমানের জন্য ইলম বহন করে এনেছেন।

ইলম এর পরিচয়: ইলম এর আভিধানিক অর্থ- উপলব্ধি করা, জানা, বুঝা। পরিভাষায় ইলম হলো এমন আলো, আল্লাহ যাকে ভালোবাসেন তার অন্তরে তা ঢেলে দেন এবং যার দ্বারা বিভিন্ন বিষয়ের আসল রহস্য জানতে পারা যায়।

ইলমের প্রকার: ইলম (জ্ঞান) প্রধানত দু’ভাগে বিভক্ত হয়।

১. ধর্মীয় জ্ঞান: এটা এমন ইলম যা কুরআন, হাদিস, ফিকহ, আকাইদ ও তাওহীদের জ্ঞানসমূহ এবং তঐসব জ্ঞান যা কুরআন, হাদিস আয়ভ করতে সহায়ক যেমন নায়, সরফ, বালাগাত ইত্যাদি অন্তর্ভুক্ত করে।২. দুনিয়াবী জ্ঞান: এটা এমন ইলম যা দুনিয়া অর্জনের সাথে সংশ্লিষ্ট। যেমন- চিকিৎসা বিদ্যা, প্রকৌশলী বিদ্যা, ভৌগলিক বিদ্যা, হিসাব ও এরূপ অন্যান্য বিদ্যা।

জ্ঞান অর্জনের হুকুম: মৌলিক ও জরুরি জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের ওপর ফরয যা আল্লাহর ইবাদত ও তাঁর একত্ববাদ সম্পর্কে জানতে প্রয়োজন হয়। নবী (স) বলেছেন- ‘জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরয।’ এবং দুনিয়ার ইলম অর্জন

এবং এ বিষয়ে বুৎপত্তি লাভ মুবাহ ও ফরযে কিফায়া। ইলমের গুরুত্ব: মানবজীবনে ইলমের অনেক গুরুত্ব রয়েছে। এটা হিদায়াতের উপায়, যার দ্বারা মানুষ সত্য-মিথ্যা ও ভালো-মন্দ চিনতে পারে। ইলম হলো মহান নিয়ামত ও বড় সম্পদ। এটি চরিত্রকে পরিমার্জিত করে এবং মানমর্যাদা উন্নত করে। আর এটা

প্রত্যেক জাতির জাগরণের পথ এবং প্রত্যেক ব্যক্তি ও সমাজের অগ্রগতির মাধ্যম।

ইলমের মর্যাদা: ইলমের মর্যাদা অনেক। মহান আল্লাহ ইলমের ফযিলত সম্পর্কে বহু

আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেন ‘পড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে জমাটবাধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। পড় তোমার মহান প্রভুর নামে যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। মানুষ যা জানত না তা তিনি শিক্ষা দিয়েছেন।’ তিনি আরো বলেন- ‘তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম প্রদান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদাসমূহকে সমুন্নত করেছেন।’ নবী করীম (স) বলেছেন- ‘ইলম অন্বেষণ করার জন্য যে ব্যক্তি পথে চলবে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সুগম করে দিবেন।, তিনি ইলমের মর্যাদার সম্পর্কে আরো বলেন, ‘আবিদের ওপর আলিমের মর্যাদা ঐরূপ যেমন তারকারাজির ওপর চাঁদের মর্যাদা’

ইলমের প্রতি আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে

আল্লাহ বলেন- যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হবে’? উভয় প্রকার ইলম শিক্ষা লাভ করা ও শিক্ষা দেওয়া। এটি দ্বারা আমরা উন্নত জীবন লাভ করব এবং আমাদের দেশকে সমুন্নত করব। রাসূল (স) বলেন, ‘যে ইলম অন্বেষণের জন্য বের হলো সে (গৃহে) প্রত্যাবর্তনের’ পূর্ব পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকবে।’ উপসংহার: উপকারী ইলম দুনিয়া ও আখিরাতে তার বাহকের জন্য সফলতা ও বিজয়ের কারণ। এজন্য আমাদের ওপর আবশ্যক হলো ধর্মীয় ও বৈষয়িক জ্ঞান অর্জন করা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*