উপজেলা শিক্ষা অফিসার গ্রেড
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পদ ৬ষ্ঠ শ্রেণীতে উন্নীত করার আদেশ জারি করেছে।
গত ২ জুন রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
এই আদেশে সারা দেশে মোট 414 জন কর্মকর্তার নাম রয়েছে।
এদিকে, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা অপ্রাপ্তবয়স্ক উপজেলা কর্মকর্তারা বলেছেন, তারা ২০১৫ সালের ১ জুলাই থেকে এই মূল্যায়ন পাবেন।
মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর 15 ই ডিসেম্বর 2015 থেকে বেতন কমিশন 2015 এর প্রাসঙ্গিক বিধান সাপেক্ষে এই গ্রেড নির্ধারণ করেছে। মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য এই অবস্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পরও সরকারের এই আদেশে উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন এবং এ ব্যাপারে সরকারের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
৪১৪ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ৬ষ্ঠ গ্রেড প্রদান
https://shed.portal.gov.bd/site/moedu_office_order/c01fa43f-4e07-40f2-a145-53e241356fa1