কোপা আমেরিকা ২০২৪ এর গান। Brazil vs Argentina | 7 up Song | Funny parody song|

কোপা আমেরিকা ২০২৪ এর গান

২০২৪ কোপা আমেরিকা 2024 Copa América)দ্বারা আয়োজিত চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকার ৪৮তম আসরের চূড়ান্ত পর্ব, যেখানে দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা কনমেবলের অন্তর্ভুক্ত ১০টি জাতীয় ফুটবল দলের (পুরুষ) পাশাপাশি সর্বমোট ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।[১] এই আসরটি ২০২৪ সালের ২০শে জুন হতে ১৪ই জুলাই পর্যন্ত কনকাকাফের সহ-আয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪টি শহরের ১৪টি মাঠে অনুষ্ঠিত হবে।[২] মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৬ সালে কোপা আমেরিকার আসর আয়োজন করার দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতাটি আয়োজন করবে। এই আসরের বিজয়ী দল পরবর্তীকালে ২০২৫ কনমেবল–উয়েফা কাপ অফ চ্যাম্পিয়ন্সে উয়েফা ইউরো ২০২৪-এর বিজয়ী দলের মুখোমুখি হবে।[৩] এই আসরে অংশগ্রহণের মাধ্যমে কানাডা কোপা আমেরিকায় অভিষেক করবে।

আর্জেন্টিনা কোপা আমেরিকার পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ২০২১ সালে ব্রাজিলেকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করে কোপা আমেরিকার ইতিহাসে ১৫তম বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।

Leave a Comment