
নটরডেম কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস
১৯৪৯ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে ঢাকা শহরের লক্ষীবাজারে হলি ক্রসের সিদ্ধান্ত অনুসারে রোমান ক্যাথলিক পাদ্রী সম্প্রদায় কর্তৃক নটরডেম কলেজ প্রতিষ্ঠিত হয়েছে।
নটরডেম কলেজে ৯৪ জন শিক্ষক ৬৫৮৯ জন শিক্ষার্থী এবং কলেজটিতে সর্বমোট ৬ টি ভবন রয়েছে।
প্রথম দিকে সেন্ট গ্রেগরিজ কলেজ নামে পরিচিত ছিল। ১৯৫৪ খ্রিষ্টাব্দে কলেজটি আরামবাগে স্থানান্তর করা হয়। তখন এটির নামকরন করা হয়েছে নটরডেম কলেজ।
নটরডেম কলেজটি ঢাকার আরামবাগে অবস্থিত। নটরডেম কলেজ বাংলাদেশের শীর্ষস্থায়ীয় সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান।
নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নটরডেম কলেজের ভর্তি বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি।
নটরডেম কলেজ, ঢাকা‑র (Notre Dame College, Dhaka) ২০২৫‑২৬ শিক্ষাবর্ষের একাদশ (XI) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হতে পারে ।
(আনুমানিক) সময়সীমা
- আবেদন শুরু হতে পারে জুলাই মাসের শেষের দিকে ২০২৫
- আবেদন শেষ হতে পারে আগস্ট মাসের প্রথম দিকে ২০২৫
- ভর্তি পরীক্ষার তারিখ:ভর্তি পরীক্ষা শুরু হতে পারে আগস্ট মাসের শেষের দিকে
তবে গত বৎসর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, নটর ডেম কলেজকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য অনুমতি প্রদান করেছিলেন
- আবেদন শুরু হয়ে ছিল ২৬ মে, ২০২৪ মাঝরাত থেকে
- আবেদন শেষ হয়ে ছিল ৩০ মে, ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত
নটরডেম কলেজে ভর্তির যোগ্যতা বা পড়ার যোগ্যতা ২০২৫-২০২৬
Notordem college ভর্তি যোগ্যতা ২০২৫-২৬ সালে এখনো প্রকাশিত হয় নাই কিন্তু নিচে বিগত বছরগুলিতে (২০২৪–২৫ শিক্ষাবর্ষ পর্যন্ত) নটর ডেম কলেজে একাদশে (XI শ্রেণি) ভর্তির যোগ্যতা এবং বিভাগের ভিত্তিতে প্রয়োজনীয় জিপিএ ও অন্যান্য নিয়মসমূহ বিস্তারিতভাবে আলোচনা করা হলো:
নটরডেম কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে
বিজ্ঞান বিভাগ এর জন্য ২০২৫ সালে এসএসসি/ আলিম (বা সমতুল্য)পরীক্ষায় ফলাফল সার্বনিম্ন GPA (বাংলা ও ইংরেজি উভয় মাধ্যম): GPA 5.00, থাকতে হবে এবং অবশ্যই Higher Mathematics এবং Biology অন্তর্ভুক্ত থাকতে হবে
ব্যবসায় শিক্ষা বিভাগ এর জন্য ২০২৫ সালে এসএসসি/ আলিম (বা সমতুল্য)পরীক্ষায় ফলাফল সার্বনিম্ন GPA 4.00 থাকতে হবে (বাংলা ও ইংরেজি উভয় মাধ্যম):
মানবিক বিভাগ: ২০২৫ সালে এসএসসি/ আলিম (বা সমতুল্য) পরীক্ষায় সার্বনিম্ন GPA 3.00 থাকতে হবে (বাংলা ও ইংরেজি উভয় মাধ্যম)
নটরডেম কলেজে বিভাগ পরিবর্তনের জন্য অতিরিক্ত শর্ত প্রযোজ্য:
- বিজ্ঞান ➝ ব্যবসায়: GPA ≥ 4.50
- বিজ্ঞান/ব্যবসা ➝ মানবিক: GPA ≥ 3.50
O‑Level পাস বা বাংলা মাধ্যম থেকে ইংরেজি ভার্সনে সরাসরি আবেদন গ্রহণযোগ্য নয়
নটরডেম কলেজে পড়ার খরচ কত
২০২৫-২০২৬ সালের শিক্ষার্থীরা নটরডেম কলেজে লেখাপড়া করতে কত টাকা খরচ হতে পারে, এই বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করব বিশেষ করে কলেজে কত টাকা খরচ হতে পারে এবং হোটেলে থেকে লেখাপড়া করতে কেমন খরচ হতে, বাংলা ভার্সনে বিজ্ঞান বিভাগের জন্য খরচ কেমন, ইংলিশ ভার্সনে বিজ্ঞান বিভাগের জন্য খরচ কেমন এবং মানবিক ও ব্যবসায়িক শাখার শিক্ষার্থীদের কোথায় কত টাকা খরচ হতে পারে বিস্তারিত আলোচনা করা হলো নিচে।
বাংলা ভার্সন বিজ্ঞান বিভাগ
বাংলা ভার্সনে বিজ্ঞান শাখায় ভর্তি হওয়ার জন্য প্রথমে তারা ১৭ ৫০০ টাকার মত নিয়ে থাকে , যেখানে ভর্তি ফি এবং পরবর্তী ছয় মাসের বেতন এবং একটি ব্যাগ দুই সেট ড্রেস সহ অন্তরভুক্ত করা হয়েছে যায় টাকার মধ্যে।
Bangla ভার্সনে বিজ্ঞান বিভাগের মাসিক বেতন ১৩০০ টাকা যা ছয় মাস পর পর একত্রে সেমিস্টার ফি আকারে মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হয়। (১৩০০*৬)=৭৮০০ টাকা (এই ১৩০০ টাকার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার পেপার ফি এবং ল্যাবরেটরি খরচ ও অনলাইন চার্জ )
একাদশ শ্রেণীর উত্তীর্ণ হওয়ার পর দ্বাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সময় ১০০০০ টাকা নিয়ে থাকে।
ইংলিশ ভার্সন বিজ্ঞান বিভাগ
ইংলিশ ভার্সনে বিজ্ঞান বিভাগে প্রথম বার ভর্তি হওয়ার সময় নেওয়া হয় ২৬৪০০ টাকা। যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ভর্তি ফি পরবর্তী ছয় মাসের বেতন দুই সেট ড্রেস এবং একটি ব্যাগ।
English ভার্সনে বিজ্ঞান বিভাগের মাসিক বেতন ২৬০০ টাকা যা ছয় মাস পর পর একত্রে সেমিস্টার আকারে মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হয়। (২৬০০*৬)=১৫৬০০টাকা (এই ২৬০০টাকার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার পেপার ফি এবং ল্যাবরেটরি খরচ ও অনলাইন চার্জ)
একাদশ শ্রেণীর উত্তীর্ণ হওয়ার পর দ্বাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সময় ২০,০০০ টাকা নিয়ে থাকে।
মানবিক ও ব্যবসায় শাখা
মানবিক ও ব্যবসায় শাখার জন্য প্রথমবার ভর্তির জন্য নেয়া হয় ৮৭০০ টাকা, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ভর্তি ফি পরবর্তী ছয় মাসের বেতন দুই সেট ড্রেস এবং একটি ব্যাগ।
ব্যবসায় ও মানবিক শাখার মাসিক বেতন ১০০০ টাকা যা ছয় মাস পর পর একত্রে সেমিস্টার ফি আকারে মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হয়। (১০০০*৬)=৬০০০ টাকা (এই ১০০০ টাকার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার পেপার ফি অনলাইন চার্জ )
একাদশ শ্রেণীর উত্তীর্ণ হওয়ার পর দ্বাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সময় ১০০০০ টাকা নিয়ে থাকে।

হোটেলে থেকে পড়ার খরচ
নাটোরে কলেজে নিজেদের কোন হোটেল ক্যাম্পাস নেই , তবে আশেপাশে কিছু ভবন রয়েছে যেমনঃ জসিমউদ্দিন গলি, যুগান্তর গলি, ফকিরাপুল ইত্যাদি যেগুলো শুধুমাত্র কলেজের ছাত্রদের জন্য বিশেষ ভাবে হোটেল আকারে ভাড়া দেওয়া হয় বা ছাত্রবাস বলা হয়।
এই ছাত্র হোটেল গুলোতে থেকে লেখাপড়া করতে কেমন খরচ হয় এই সম্পর্কে এখন আমরা জানবো যদি নটরডেম কলেজের আশেপাশে যেমন জসীমউদ্দীন গুলি, যুগান্তর গুলি এগুলো কলেজের খুব কাছে তাই এগুলোতে সিঙ্গেল একটি সিট নিতে থাকা,খাওয়া মিলিয়ে মাসে ১০০০০ টাকা সিটভাড়া দিতে হয় ।কারেন্ট বিল পানি বিল এ টু জেড এর ভিতর থাকবে।
আর যদি একটি রুমে ২জন মিলে একটা সিট নেন তাহলে ৭ হাজার থেকে ৮ হাজার টাকা মাসে সিট ভাড়া নিবে থাকা এবং খাওয়াসহ কারেন্ট বিল পানি বিল এ টু জেড এর ভিতর থাকবে। আর যদি এক রুমে তিন থেকে চারজন শেয়ার করে থাকতে পারে তাহলে খরচ আরো কম হবে।
আর যদি কলেজ থেকে একটু দূরে করে ফকিরাপুলের দিকে বা তার আসে পাশে নিতে চান তাহলে খাওয়া দাওয়া সহ কারেন্ট বিল পানির বিল সব মিলিয়ে ৫০০০থেকে ৬০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার মানবন্টন
বিগত বছরের তথ্য ধরে বিজ্ঞান ও ব্যবসায়ের জন্য সাধারণ মানবন্টনের নমুনা নিচে দেয়া হলো:
নটরডেম কলেজে প্রশ্নপত্রের মডেল প্রতিবছর এই পরিবর্তন হয় তো গত কয়েক বছরের প্রশ্ন প্যাটার্ন অনুসারে নিচে আলোচনা করা হলো সাধারণতো ৬০ নম্বরের পরীক্ষা হয় যেখানে ৬০ মিনিট সময় দেওয়া থাকে।
🔬 বিজ্ঞান বিভাগ: মোট প্রশ্ন = 60
পদার্থবিজ্ঞান: ৫–১০ টি
রসায়ন: ৩–১০ টি
গণিত: ৫–১২ টি
ইংরেজি: ৩–১৫ টি
বাংলা: ৮–১৭ টি
ICT: ৫–১২ টি
জীববিজ্ঞান: ২–৫ টি
💼 ব্যবসায় শিক্ষা বিভাগ: মোট প্রশ্ন = 60
হিসাববিজ্ঞান: ৫–২২ টি
ফিন্যান্স: ৪–১০ টি
ব্যবসা উদ্যোগ: ৩–১২ টি
ইংরেজি: ৫–১২ টি
বাংলা: ৪–৮ টি
ICT: ৩–৭ টি
সাধারণ জ্ঞান: ২–৪ টি
ভাইভা পরীক্ষা
নটরডেম কলেজে পরীক্ষায় যারা উত্তীর্ণ হন তাদের ভাইভা পরীক্ষা নিয়ে থাকে কিন্তু গত বছর ভাইভা পরীক্ষা হয় নাই তো এই বছর এখনো কনফার্ম করে কিছু জানানো হয় নাই ভাইভা পরীক্ষা হবে নাকি হবে না তোমরা ভাইভা পরীক্ষার জন্য অবশ্যই প্রস্তুত থাকবে।
নটরডেম কলেজ কি সরকারি না বেসরকারি?
নটর ডেম কলেজ (Dhaka) একটি বেসরকারি (private) কলেজ। এটি পুরোপুরি ক্যাথলিক ধর্মীয় সম্প্রদায়—Holy Cross ধর্মযাজক দ্বারা পরিচালিত এবং সরকার থেকে কোনো অর্থায়ন পায় না, অর্থাৎ এটি স্বনির্ভর ও টিউশন ফি‑ভিত্তিক প্রতিষ্ঠান।
বাংলাদেশে নটরডেম কলেজ কয়টি?
বাংলাদেশে বর্তমানে দুটি নটরডেম কলেজ রয়েছে। একটি ঢাকার মতিঝিলে অবস্থিত, যা ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং দেশের অন্যতম সেরা কলেজ হিসেবে পরিচিত। অপরটি ময়মনসিংহে অবস্থিত, যা ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। উভয় কলেজই খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান “Holy Cross Fathers” কর্তৃক পরিচালিত। এছাড়া “নটর ডেম” নামযুক্ত আরও কিছু শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও, তারা মূল কলেজের শাখা নয়।
আশা করি নটরডেম কলেজে ২০২৫ সালে ভর্তি হতে চাইলে আপনার যেই প্রশ্নগুলো মনে রয়েছিল মোটামুটি সবগুলোর উত্তর আপনি পেয়ে গেছেন যদি আরো কোন কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে ভালো লাগলে আপনার বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ
আসসালামুয়ালাইকুম