পূর্ণাঙ্গ কমিটির পদ সমূহ ও তাদের দায়িত্ব । সংগঠণের বিভিন্ন পদের নাম ও তাদের দায়িত্ব । সাংগঠনিক সম্পাদক এর কাজ কি কমিটির পদের নাম দপ্তর সম্পাদক এর কাজ কি তা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আশা করি আপনারা পড়লে সবকিছু জানতে পারবেন।
পূর্ণাঙ্গ কমিটির পদ সমূহ ও তাদের দায়িত্ব

সভাপতি
সভাপতি দলের প্রধান । তিনি দলের সকল সিদ্ধান্ত গ্রহণ করেন । সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি ভোটদানের অধিকার নয়। সংগঠনের প্রতিটি ধারা কার্যকর করা তার দায়িত্ব।
সহ সভাপতি
সহ সভাপতি সকল কাজে সহযোগিতা করেন এবং সভাপতি অবর্তমানে তিনি দলের প্রধান হন
সাধারণ সম্পাদকঃ সাধারণ সম্পাদক সংগঠনের প্রধান কর্মকর্তা ইংলিশে বলা হয় সিইও । তিনি সভাপতি পরামর্শ নিয়ে সংগঠনের সভা তৈরি করেন। তিনি প্রয়োজনে অন্যান্য কর্মকর্তার উপর বিভিন্ন দায়িত্ব প্রদান করতে পারেন এবং তার কাজের মধ্যে সংযোগ ও সমন্বয়ক সাধন করেন। সংগঠনের দৈনিক কাজের জন্য দায়ী থাকেন সাধারণ সম্পাদক । প্রতিটি সভায় তিনি সংগঠনের কার্যাবলীর খবর প্রদান করেন।
সহ সাধারণ সম্পাদকঃ
তিনি সাধারণ সম্পাদকের সকল কাজের সহযোগিতা করেন। এবং তার অবর্তমানে তিনি সাধারণ সম্পাদক হন প্রধান নির্বাহী কর্মকর্তা।
সংগঠনিক সম্পাদকঃ
দলের সংগঠনিক ভাবে বড় করতে সচেতন থাকে চেষ্টা করেন। দলকে শক্তিশালী করার জন্য সর্বদা নিয়োজিত থাকেন সাংগঠনিক সম্পাদক। দলের শৃঙ্খলা ঘটানোর জন্য বিনীত প্রাণ হিসেবে কাজ করাই তার প্রধান কাজ। সংগঠনের সভাপতি সঙ্গে আলোচনা করে তিনি সংগঠনের সকল সভা আহ্বায়ন করেন এবং সবার কার্যাবলী লিপিবদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করেন সর্বদা । সংগঠনের স্বার্থে সংরক্ষণের দায়িত্ব প্রশাসনিক স্বভাব তার উপর দায়িত্ব থাকে এবং কার্যাবলীর পরিশোধকৃত দায়িত্ব তাকে পালন করতে হবে ।
সহ সংগঠনিক সম্পাদক
সংগঠনিক সম্পাদক সকল কাজে সহযোগিতা করেন । এবং তার অবর্তমানে তিনি সংগঠনিক সম্পাদক হন।
প্রচার ও প্রশাসনা বিষয়ক সম্পাদক
তার কাজ হচ্ছে প্রচার করা ও কোন নোটিশ বা কোন আদেশ জানানোই হলো তার কাজ
সহ প্রচার প্রশাসনা বিষয়ক সম্পাদক
প্রশাসনা বিষয়ক সম্পাদক তাকে সহযোগিতা করাই তার কাজ তার অবর্তমানে তার দায়িত্ব পালন করা তার কাজ।
অর্থ বিষয়ক সম্পাদক
দলে যাবতীয় অর্থ তার কাছে থাকে তিনি আয় ব্যায়ের হিসাব রাখেন।
সহ অর্থ বিষয়ক সম্পাদক
তার অবর্তমানে সহ অর্থ বিষয়ক সম্পাদক তিনি প্রধান হন এবং তাকে সকল কাজের সহযোগিতা করে।
ক্রিয়া সম্পাদকঃ
দলের খেলাধুলা বিষয়ে তিনি প্রধান। খেলাধুলার পরিচালনা তিনি করেন।
সহ ক্রিয়া সম্পাদকঃ
তার অবর্তমানে তিনি প্রধান হন এবং তাকে সকল কাজের সহযোগিতা করে।
সমাজসেবা-বিষয়ক সম্পাদকঃ
এই পথটি হচ্ছে একটি বোঝার পথ সমাজসেবার সকল কাজ করাই তার। এবং সমাজের উন্নয়ন।
সহ সমাজসেবা-বিষয়ক সম্পাদকঃ
তার অবর্তমানে তিনি সমাজসেবা-বিষয়ক সম্পাদক হন এবং তাকে সকল কাজের সহযোগিতা করে।
ত্রাণ ও দুর্যোগ সম্পাদকঃ
কার কাজ হচ্ছে সমাজে দারিদ্র ও দুর্যোগ ও গরিব ব্যক্তিদের সম্পদ দিয়ে সাহায্য করা ও প্রাণ প্রদান করা দুর্যোগ এর সকল সম্পদের সকল মালিক তিনি। এছাড়াও তার অন্যান্য দায়িত্ব আছে।
সহ ত্রাণ ও দুর্যোগ সম্পাদকঃ
তার অবর্তমানে তিনি ত্রাণ ও দুর্যোগ সম্পাদক এবং তাকে সকল কাজের সহযোগিতা করে। এছাড়াও তার অন্যান্য দায়িত্ব আছে।
উন্নয়ন সম্পাদকঃ
মূলত উন্নয়নের যতকাজ আছে সবকিছুই তার কাজ তার লক্ষ্য হচ্ছে উন্নয়ন করা।
সহ উন্নয়ন সম্পাদকঃ
তার অবর্তমানে তিনি উন্নয়ন সম্পাদক এবং তাকে সকল কাজের সহযোগিতা করে। তার লক্ষ্য হচ্ছে উন্নয়ন করা।
ধর্ম বিষয়ক সম্পাদকঃ
তার কাজ হচ্ছে মানুষকে ধর্মের প্রতি উৎসাহিত করা। এ মানুষকে তার নিজের ধর্মের প্রতি বোঝানো।এবং ধর্ম বিশেষ যত উন্নয়ন আছে সবকিছু তিনিই করেন।
সহ ধর্ম বিষয়ক সম্পাদকঃ
তার অবর্তমানে তিনি ধর্ম বিষয়ক সম্পাদক এবং তাকে সকল কাজের সহযোগিতা করে।
ছাত্রবৃত্তি সম্পাদকঃ
স্কুল মাদ্রাসায় ভালো ছাত্রদেরকে বৃত্তি প্রদান করা এবং গরিব ছাত্র-ছাত্রীদের সাহায্য সহযোগিতা করা তার কাজ।
সহ ছাত্রবৃত্তি সম্পাদকঃ
তার অবর্তমানে তিনি সহ ছাত্রবৃত্তি সম্পাদকঃ এবং তাকে সকল কাজের সহযোগিতা করে।
দপ্তর সম্পাদকঃ
দলের যাবতীয় জিনিসপত্র তার কাছে থাকে তিনি সংরক্ষণ করেন। এছাড়াও সংগঠনের অর্থ সংক্রান্ত গবেষণা প্রকাশক ইত্যাদি বিভাগে দপ্তর সম্পাদক থাকেন।
আপনারা চাইলে আপনাদের সংগঠন বা দলের বা অর্গানাইজেশন এর আরো পথ বাড়াতে পারেন এটা আপনাদের নিজস্ব ইচ্ছা বা সংগঠনের সবার মত ধন্যবাদ
প্রতিবেদক,
ফুয়াদ হাসান
দপ্তর সম্পাদক এর কাজ কি ?
দলের যাবতীয় জিনিসপত্র তার কাছে থাকে তিনি সংরক্ষণ করেন। এছাড়াও সংগঠনের অর্থ, সংক্রান্ত গবেষণা, প্রকাশক ইত্যাদি বিভাগে দপ্তর সম্পাদক থাকেন।