বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

Spread the love

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম | বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর উপায় – বাংলাদেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ জীবিকার সূত্রে এদেশের বাইরে থাকেন । যারা দেশের বাইরে থাকেন তারা অনেকেই চিন্তা করে থাকেন যে, তাদের কষ্টার্জিত আয় করা টাকা কিভাবে দেশের প্রিয়জনের কাছে পাঠাবেন । অনেকেই এই বিষয়টিকে কঠিন মনে করে থাকেন ।

বাংলাদেশের প্রথম সারির মোবাইল ব্যাংকিং সেবা “বিকাশ” প্রবাসীদের কথা মাথায় রেখে, প্রথম ২০১৬ সালে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার এবং মাস্টারকার্ড-এর সংঙ্গে যৌথ ভাবে অর্থাৎ এক হয়ে বিদেশ থেকে বাংলাদেশে মানি ট্রান্সফার ব্যবস্থা চালু করে । বিকাশের সেবা এদেশের গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে সহজলভ্যতার কারণে এই সুবিধা বিকাশের গ্রাহকরা পাবেন খুব সহজেই ।

বিকাশ দেশের বাইরে থেকে টাকা/রেমিটেন্স গ্রহনের প্রক্রিয়াকে সহজ করতে বিদেশী ব্যাংক, মানি ট্রান্সফার অরগানাইজেশন (এমটিও) এবং মানি এক্সচেঞ্জ হাউসগুলোর সাথে একসাথে হয়ে কাজ করে থাকে ।

বন্ধুরা, বাংলাদেশের বাইরে থেকে দেশের অনলাইন মোবাইল ব্যাংকিং সেবা বিকাশে টাকা পাঠাতে চাইলে আপনাকে কিছু নিয়ম-কানুন জানতে হবে । তাহলে চলুন জেনে নেওয়া যাক, দেশের বাইরে থেকে কিভাবে টাকা আনা যায় ।

দেশের বাহির থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

১। প্রথমে বিকাশের অনুমোদিত এবং অংশীদার ব্যাংকের শাখা অথবা মানি এক্সচেঞ্জ এজেন্টের কাছে যান ।

২। যাকে টাকা পাঠাচ্ছেন তার বিকাশ একাউন্ট নাম্বার এবং একাউন্ট হোল্ডারের নাম সঠিক ভাবে প্রদান করুন ।

৩। কত টাকা পাঠাতে চান এবং তাদের বাকি তথ্য উক্ত ব্যাংক/মানি এক্সচেঞ্জ এজেন্ট সঠিক ভাবে প্রদান করে আপনার কাজ শেষ করুন ।

দেশের বাহির থেকে বিকাশে টাকা পাঠাতে হলে যে বিষয়গুলোর দিকে লক্ষ রাখবেন

আপনি যদি প্রবাস জীবন যাপন করেন এবং আপনার টাকা যদি দেশের প্রিয়জনের কাছে পাঠাতে চান সেক্ষেত্রে কিছু বিষয়ের দিকে খুব ভালো ভাবে লক্ষ রাখুন । সে বিষয়গুলো নিম্নরুপ —–

১। যাকে টাকা পাঠাচ্ছেন তার বিকাশ এর নিবন্ধিত এবং বৈধ একাউন্ট রয়েছে কিনা ।

২। যাকে টাকা পাঠাচ্ছেন তার বিকাশ নাম্বার এবং নাম সঠিকভাবে প্রদান করা হয়েছে কিনা।

৩। যে পরিমান টাকা পাঠাচ্ছেন তা বাংলাদেশ সরকার কতৃক নির্ধারিত লিমিট অতিক্রম করছে কিনা ।

কোন কোন দেশে বিকাশ আছে

মানি এক্সচেঞ্জ, ব্যাংকের শাখা এবং সংশ্লিষ্ট যেসব দেশ থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণ করতে পারবেন, তার তালিকা নিচে দেওয়া হলো আপনাদের সুবিধার্থে ।

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর লিমিট

দেশের বাইরে থেকে যদি আপনি দেশের মোবাইল ব্যাংকিং সেবা বিকাশে টাকা পাঠাতে চান তাহলে একটা লিমিট রয়েছে, এটি আপনি অতিক্রম করতে পারবেন না । বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর লিমিট হচ্ছে — দিনে আপনি সর্বোচ্চ ১০ বার এবং মাসে ৫০ বার, সর্ব নিম্ন ৫০ টাকা এবং সর্বোচ্চ ১,২৫,০০০ টাকা, দিনে সর্বোচ্চ ১,২৫,০০০ টাকা এবং মাসে সর্বোচ্চ ৪,৫০,০০০ টাকা পাঠাতে পারবেন ।

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর খরচ

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর কোনো প্রকার খরচ নেই । তবে দেশ থেকে ক্যাশ আউট করতে গেলে আপনাকে বিকাশের নির্ধারিত চার্জ প্রদান করতে হবে ।

বিকাশে ক্যাশ আউট চার্জ

যদি আপনি বিদেশ থেকে বিকাশে পাঠানো টাকা ক্যাশ আউট করতে চান, যদি অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট করেন তবে আপনার খরচ হবে প্রতি হাজারে ১৭.৫০ টাকা এবং যদি ম্যানুয়ালি *২৪৭# ডায়াল করে ক্যাশ-আউট করতে চান তবে আপনার খরচ হবে প্রতি হাজারে ১৮.৫০ টাকা ।

আপনাদের প্রশ্ন এবং উত্তর সমূহ

১। প্রশ্নঃ বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর লিমিট কত?

উত্তরঃ দেশের বাইরে থেকে যদি আপনি দেশের মোবাইল ব্যাংকিং সেবা বিকাশে টাকা পাঠাতে চান তাহলে একটা লিমিট রয়েছে, এটি আপনি অতিক্রম করতে পারবেন না । বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর লিমিট হচ্ছে — দিনে আপনি সর্বোচ্চ ১০ বার এবং মাসে ৫০ বার, সর্ব নিম্ন ৫০ টাকা এবং সর্বোচ্চ ১,২৫,০০০ টাকা, দিনে সর্বোচ্চ ১,২৫,০০০ টাকা এবং মাসে সর্বোচ্চ ৪,৫০,০০০ টাকা পাঠাতে পারবেন ।

২। প্রশ্নঃ বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর চার্জ বা খরচ কত?

উত্তরঃ বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর কোনো প্রকার খরচ নেই । তবে দেশ থেকে ক্যাশ আউট করতে গেলে আপনাকে বিকাশের নির্ধারিত চার্জ প্রদান করতে হবে ।

৩। প্রশ্নঃ বিকাশে ক্যাশ-আউট চার্জ কত?

উত্তরঃ যদি আপনি বিদেশ থেকে বিকাশে পাঠানো টাকা ক্যাশ-আউট করতে চান, যদি অ্যাপ ব্যবহার করে ক্যাশ-আউট করেন তবে আপনার খরচ হবে প্রতি হাজারে ১৭.৫০ টাকা এবং যদি ম্যানুয়ালি *২৪৭# ডায়াল করে ক্যাশ-আউট করতে চান তবে আপনার খরচ হবে প্রতি হাজারে ১৮.৫০ টাকা ।

বন্ধুরা আশা করি আজকের “বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম | বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর উপায়” আলোচনা আপনাদের ভালো লেগেছে । এই রকম আনকমন এবং আপডেট সমস্ত লেখা পেতে চোখ রাখুন “বাংলা আইটি ব্লগ ৩৬০” ব্লগে । এছাড়াও যদি আরও কোনও বিষয়ে লেখা পড়তে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন । আজ এ পর্যন্তই । আল্লাহ হাফেজ ।।

Leave a Comment