Site icon Md Fuad Hasan

মার্চেন্ট ব্যাংকিং Merchants Bank এর কাজ কি ২০২৪

মার্চেন্ট ব্যাংকিং Merchants Bank এর কাজ কি ২০২৪

ইউরোপে তথাকথিত “মার্চেন্ট ব্যাঙ্কার” প্রকৃত মুদ্রার পরিবর্তে বিনিময়ের বিল ব্যবহার করে দূরবর্তী অর্থ প্রদানে বণিকদের সহায়তা করার জন্য, বিবেচনার জন্য, অফার করে ব্যাংকিংয়ের বিকাশের সমান্তরালভাবে কাজ করে। মার্চেন্ট ব্যাংকিং

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মার্চেন্ট ব্যাংক হচ্ছে একটি প্রতিষ্ঠান যা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আন্তর্জাতিক অর্থায়ন, ব্যবসায়িক ঋণ প্রদান এবং দায়গ্রহণ করে। এসকল ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে বিশেষভাবে পারদর্শী, যা তাদেরকে বহুজাতিক কর্পোরেশন সংশ্লিষ্ট কর্মকাণ্ডে বিশেষজ্ঞ করে তুলেছে।

এককথায়, বিনিময় ব্যাংকিং ও বিনিয়োগ ব্যাংকিং এর সংমিশ্রণে গড়ে ওঠা ব্যাংককেই মার্চেন্ট ব্যাংক বলে।

sorse

Exit mobile version