করেছেন। “তোমরা ভূমিকা:
সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই আমাদেরকে পৃথিবীতে ভ্রমণ করার জন্য নিম্নোক্ত বাণী দ্বারা উৎসাহিত পৃথিবীতে ভ্রমণ কর আর মিথ্যাবাদীদের পরিণাম প্রত্যক্ষ কর।” আর সালাত ও সালাম বর্ষিত হোক নবীদের সর্দার হযরত মুহাম্মদ (স)-এর ওপর এবং তার পরিবার-পরিজনও সকল সাহাবায়ে কেরামের ওপর।
রেল ভ্রমণ পরিচিতি: فر। শব্দের আভিধানিক
অর্থ হচ্ছে দূরত্ব অতিক্রম করা। পরিভাষায় তো বলা হয়- এক জায়গা হতে অন্য জায়গায় এক শহর থেকে অন্য শহরে স্থানান্তরিত হওয়া। আর طارill হলো একটি স্থল যানবাহন।
রেল ভ্রমণ দ্বারা উদ্দেশ্য:
সাধারণত সফর হয়ে থাকে রেলগাড়িতে, বাসে, জাহাজে, নৌকায়, বিমানে এবং পায়ে হেঁটে, তবে রেল ভ্রমণ একটি কাঙ্ক্ষিত ও খুবই আরামদায়ক এল। পৃথিবীর বিভিন্ন প্রান্তরে বিশেষ করে বাংলাদেশে ছাত্ররা এ সফর দ্বারা জান আহরণ করে থাকে। রেল ভ্রমণের ইচ্ছা: সফর বা ভ্রমণের দ্বারা বিভিন্ন অবস্থা জানা যায়, একদা আমি রেং ভ্রমণের ইচ্ছা করলাম। এ কারণে আমি চৌমুহনী রেলস্টেশনে টিকেট ক্রয়ের জন্য গেলাম। অতঃপর উপকূল এক্সেপ্রেসের টিকিট ক্রয় করলাম।
ভ্রমণের বিবরণ: যখন নির্দিষ্ট সময় হলো তখন নোয়াখালী হতে রেলগাড়িটি চলতে লাগল এবং কোথাও কোনো বিরতি না দিয়ে ঢাকায় পৌঁছে গেল।
স্টেশনের অবস্থার বিবরণ:
এ ভ্রমণে আমরা কুমিল্লা বি, বাড়িয়া, আখাউড়া, ভৈরব, নরসিংদী, টঙ্গী ইত্যাদি ছোটবড় অনেকগুলো স্টেশন দেখতে পেলাম যা ইতঃপূর্বে কখনো দেখিনি; বরং শুধু এগুলোর নামই শুনেছি।
বন্ধুর বাসায় অবস্থান: আমরা রাত সাড়ে আটটায় কমলাপুর স্টেশনে পৌছে গেলাম। অতঃপর তথা হতে আমার বন্ধু মাহবুবুর রহানের উর্দু রোডস্থ বাসভবনে গেলাম এবং তথায় তিন দিন অবস্থান করলাম।
ভ্রমণ হতে প্রত্যাবর্তন:
অতঃপর প্রথমবার ভ্রমণের ন্যায় রেলগাড়িতে করে প্রত্যাবর্তন করলাম এবং প্রথমবার যে সকল স্টেশন দেখেছিলাম তা পুনরায় দেখতে পেলাম।
এ ভ্রমণের দৃশ্য:
পথিমধ্যে অনেক আশ্চর্যজনক দৃশ্য দেখে আমরা আনন্দ উপভোগ করলাম। তন্মধ্যে হতে একটি হলো কমলাপুর রেলস্টেশন, এটা একটি বিরাট স্টেশন। দেশ বিভক্তির পূর্বে সাবেক পাকিস্তানী শাসক জেনারেল আইউব খান একে নির্মাণ করেন।
এ স্টেশনকে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রেল স্টেশন বলা হয়।
রেলগাড়ি আবিষ্কার: মানুষ কঠিনতার ওপর বিজয় লাভ করতে চিন্তা করেছে এবং প্রথমত প্রাণীর উপর আরোহণ করতে সমর্থ হয়েছে। এরপর আবার চিন্তা করল এবং বাইসাইকেল, মোটরগাড়ি ও রেলগাড়ি আবিষ্কার করতে সক্ষম হলো।
সমাপনী :
রেল ভ্রমণে অনেক জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে। কাজেই প্রয়োজনীয় জান সংগ্রহের উদ্দেশ্যে ছাত্রদের এ জাতীয় রেল ভ্রমণ করা উচিত।
Leave a Reply