সামরিক জাদুঘর কবে বন্ধ থাকে
সাপ্তাহিক বন্ধ
বুধবার, এছাড়া যে কোন জাতীয় ছুটির দিন গুলোতে জাদুঘর বন্ধ থাকে।
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর এর প্রবেশ টিকেট মূল্য ও সময়সূচী
জাদুঘরে প্রবেশ করতে জনপ্রতি টিকেট মূল্য ১০০ টাকা। ৫ বছর বা তার ছোট বাচ্চাদের প্রবেশে কোন টিকেট এর প্রয়োজন হয় না। এছাড়া সার্কভুক্ত দেশ গুলোর দর্শনার্থীদের প্রবেশ টিকেট ৩০০ টাকা এবং অন্যান্য বিদেশী দর্শনার্থীদের জন্যে প্রবেশ ফি ৫০০ টাকা। টিকেট পাওয়া যাবে অনলাইনেও।
যাওয়ার উপায়
মেট্রোতে আগারগাও স্টেশনে নেমে রিক্সা নিয়ে বিজয় স্মরনীতে অবস্থিত সামরিক জাদুঘরে চলে যেতে পারেন। এছাড়া সায়দাবাদ যাত্রাবাড়ি এসব জায়গা থেকে খুব সহজেই বাসে ফার্মগেট নেমে রিক্সা নিয়ে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর চলে আসতে পারবেন।
ঠিকানা এবং ফোন নাম্বার
ঠিকানা এবং ফোন নাম্বার. 01769-017770 ·
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর,
বিজয় স্মরণী. তেজগাঁও. ঢাকা, ১২১৫.
https://bangabandhumilitarymuseum.com