স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা যাবে কি না?

Spread the love

স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা যাবে কি না?

স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা যাবে কি না?

ভালোবেসে স্ত্রীকে বোন বলে ডাকা বা স্বামীকে ভাই বলে সম্বোধন করা মাকরুহ। কেননা হাদীস শরীফে এ বিষয় থেকে নিষেধ করা হয়েছে। হাদীস শরীফে এসেছে,عَنْ أَبِي تَمِيمَةَ الْهُجَيْمِيِّ أَنَّ ر…
ভালোবেসে স্ত্রীকে বোন বলে ডাকা বা স্বামীকে ভাই বলে সম্বোধন করা মাকরুহ। কেননা হাদীস শরীফে এ বিষয় থেকে নিষেধ করা হয়েছে। হাদীস শরীফে এসেছে,

عَنْ أَبِي تَمِيمَةَ الْهُجَيْمِيِّ أَنَّ رَجُلًا قَالَ لِامْرَأَتِهِ يَا أُخَيَّةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُخْتُكَ هِيَ فَكَرِهَ ذَلِكَ وَنَهَى عَنْهُ

অর্থাৎ আবু তামীমাহ আল-হুজাইমী রা. সূত্রে বর্ণিত, এক ব্যক্তি তার স্ত্রীকে বললো, হে আমার বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি তোমার বোন? তিনি তার এরূপ সম্বোধনরকে অপছন্দ করলেন এবং এরূপ করতে নিষেধ করলেন।
সূত্র: সুনানে আবু দাউদ হাদীস নং ২২০৪

এ হাদিসকে সামনে রেখে ইমামগণ ফাতাওয়া দিয়েছেন,

أَنَّ قَوْلَهُ لِزَوْجَتِهِ يَا أُخَيَّةُ مَكْرُوهٌ

অর্থাৎ স্ত্রীকে ‘বোন’ বলে সম্বোধন করা মাকরুহ।
সূত্র: আদ্দুররুল মুখতার খ. ৩ পৃ. ৪৭

সুতরাং স্বামী স্ত্রীকে বোন বা স্ত্রী স্বামীকে ভাই সম্বোধন করা থেকে বিরত থাকতে হবে। তবে এ কারণে বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না। ok

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top