হিফজ ছাত্রদের জন্য কিছু উপকারী বিষয়
উচ্চ আওয়াজে পড়ার উপকারিতা
- ১/পড়া অতি দ্রুত ইয়াদ হবে ।
- ২/ওস্তাদ খুশি হবে।
- ৩/শয়তান দূর হবে ।
- ৪/ক্লাসে যারা পড়তে চায় না তারাও পড়তে শুরু করবে ।
- ৫/কন্ঠ পরিষ্কার ও সুন্দর হবে ।
- ৬/ভুল থাকলে তা সহজে ধরা পড়বে ।
- ৭/ক্লাসে মনোরম ও পড়ার পরিবেশ তৈরি হবে।
পড়া ইয়াদ করার সময় করণীয়
১/দীর্ঘ সময় কোন দিকে তাকাবে না ।
২/মিডিয়াম আওয়াজে পড়বে ।
৩/এক দেন ও এক মনোযোগে পড়বে ।
৪/পড়ার সময় ওয়াকফেরচিহ্ন গুলি বুঝে খেয়াল করে ইয়াদ করবে ।
৫/সুন্দর করে বসবে শক্তিশালী হয়ে ।
৬/পড়ারশুরু সময় থেকে নিয়ে শেষ সময় পর্যন্ত একই রকম ভাবে পড়বে।
৭/প্রতিটি শব্দ শব্দ ভেঙ্গে ভেঙ্গে বারবার পড়ে পড়ে ইয়াদ করবে যাতে অপরিচিত শব্দ বা আয়াতগুলো একেবারে পরিচিত হয়ে যায় যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মত এটি পড়তে পড়তে শুনতে শুনতে পরিচিত হয়ে গিয়েছে তদ্রূপ প্রতিটি আয়াত কেউ এভাবে পড়তে পড়তে শুনতে শুনতে পরিচিত বানিয়ে ফেলতে হবে।
কোরআন তেলাওয়াতের আদব
- ১/আল্লাহকে রাজি খুশি করার জন্য তেলাওয়াত করা ।
- ২/পবিত্র হয়ে ওযু অবস্থায় পড়া ।
- ৩/আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পরিয়া পাঠ করা ।
- ৪/মনোযোগ সহকারে পড়া ।
- ৫/সুন্দর কন্ঠ দিয়ে পড়া ছয় নাম্বার উচ্চস্বরে পাড়া ।
- ৬/কুরআনের সম্মান ও মর্যাদার প্রতি খেয়াল রাখা ।
- ৭/তারতিল বা ধীরস্থির ভাবে পড়া ।
- ৮/ তেলাওয়াতে সেজদা আদায় করা।
কোরআন মুখস্ত করার পর ভুলে যাওয়ার দশটি কারণ
১/ চুরি করা ।
২/মিথ্যা কথা বলা ।
৩/বিনা অনুমতিতে অন্যের মাল ব্যবহার করা ।
৪/হারাম ভক্ষণ করা ।
৫/বারবার কবিরা গুনাহ করা ।
৬/বারবার নামাজ কাজা করা ।
৭/উস্তাদের সাথে বেয়াদবি করা ।
৮/ পিতা-মাতার সাথে বেয়াদবি করা।
৯/কোরআন শরীফের সাথে বেয়াদবি করা ।
১০/ নিয়মিত কোরআন তেলাওয়াত না করা।