ভোলাগঞ্জ সাদা পাথর

ভোলাগঞ্জ সাদা পাথর

ভোলাগঞ্জ সাদা পাথর বাংলাদেশের সিলেট জেলার জনপ্রিয় স্থান

ভোলাগঞ্জ সাদা পাথর কিভাবে যাবো ?

ভোলাগঞ্জ সাদা পাথর

চট্টগ্রাম থেকে সিলেট

চট্টগ্রাম থেকে সৌদিয়া, বিআরটিসি ও এনা পরিবহণের সিলেট রুটে বাস রয়েছে। ভাড়া ৭০০ থেকে ৭৫০ টাকা। এছাড়া চট্টগ্রাম থেকে সোমবার বাদে
প্রতিদিন সকাল ৮:১৫ মিনিটে পাহাড়িকা এবং শনিবার বাদে প্রতিদিন রাত ৯:৪৫ মিনিটে উদয়ন এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ভাড়া
সিটের শ্রেণীভেদে ১৪৫ থেকে ১২০০ টাকা। চট্টগ্রাম থেকে ট্রেনে সিলেট যেতে সময় লাগে ৯ থেকে ১১ ঘন্টা।

ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে যেতে হলে দেশের যেকোনো প্রান্ত থেকে প্রথমে সিলেট আসতে হবে। ঢাকার সায়েদাবাদ, মহাখালী ও ফকিরাপুল
বাসস্ট্যান্ড থেকে নিয়মিত বিরতিতে সিলেটের বাস ছাড়ে। ইউনিক, শ্যামলী, গ্রিন লাইন, সৌদিয়া, এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেস সহ দেশের সব
বড় কোম্পানির বাস আছে সিলেট রুটে। এই রুটে নন এসি বাসের ভাড়া 8৫০ থেকে ৪৮০ টাকা। এসি বাস এর ভাড়া ৯০০ থেকে ১২০০ টাকা।
বাসে ঢাকা থেকে সিলেট পৌঁছাতে সময় লাগে সাড়ে ৫ থেকে ৭ ঘন্টা।

  • সড়ক পথঃ সড়ক পথে দেশের যেকোনো প্রান্ত থেকে বাসে করে( হানিফ, শ্যামলী, গ্রিন লাইন, এনা) সিলেট শহরে যেতে হবে। সিলেট বাস স্ট্যান্ড থেকে কোম্পানিগঞ্জ রোড হয়ে আম্বরখানা গিয়ে সেখান থেকে সরাসরি বাস/সিএনজি করে ভোলাগঞ্জ আসা যাবে।
  • নৌপথঃ সিলেটের আম্বরখানা থেকে কোম্পানিগঞ্জ হয়ে টুকের বাজার যেতে হবে। টুকের বাজার থেকে সরাররি ট্রলার দিয়ে সাদা পাথর পৌঁছানো যাবে। এছাড়া শহরের দশ মাইল নামক জায়গা থেকে গেলে একটু কম খরচে যাওয়া যাবে।
  • আকাশপথঃ আকাশপথে যেতে চাইলে শহরের বিমানবন্দর থেকে সরাসরি প্রাইভেট কার কিংবা সিএনজি নিয়ে সাদাপাথর নামক গন্তব্যে পৌঁছানো যাবে।
  • রেলপথঃ প্রথমে ঢাকা(কমলাপুর) থেকে সিলেট কিংবা দেশের যে সকল জায়গা থেকে সিলেট আন্তঃনগর রেলওয়ে ষ্টেশনে আসা যায় সেখান থেকে আসতে হবে। তারপর এখান থেকে সিএনজি, অটোরিক্সা প্রাইভেট কারে করে গন্তব্যে পৌঁছানো যাবে।

সাদা পাথর ভ্রমণ খরচ

সাদা পাথর ভ্রমন খরচ বেশি না। একসাথে অনেকজন গেলে সুবিধা।যদি নৌকা তে যাওয়া হয় তবে আসা যাওয়া খরচ পরবে ১০০০ থেকে ১২০০ টাকা অন্যদিকে দশ মাইল থেকে গেলে খরচ পরবে ৫০০-৬০০ টাকা।এক্ষেত্রে ছুটির দিন এবং অটো রিক্সা তে ভাড়া একটু বেশি পরতে পারে।তাই জিজ্ঞাসা করে নিতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *