দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা

PopAds.net - The Best Popunder Adnetwork

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা (দাপ্তরিকভাবে মাদরাসা-ই-দারুননাজাত) ঢাকা মেট্রোপলিটন এলাকার ডেমরা থানাধীন ডি.এন.ডি. প্রজেক্টের মধ্যে সারুলিয়া বাজার ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী স্থানে শুকুরশী গোরস্থান সংলগ্ন প্রায় তিন একর জমির উপর দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অবস্থান।জেডিসি, দাখিল ও আলিম পরীক্ষায় এই মাদরাসা সারা দেশের মধ্যে উল্লেখযোগ্য ফলাফল করে থাকে।বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছিলো এই মাদরাসাটি। এই মাদরাসাটি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়।

ইতিহাস

১৯৮৮ সালে শুকুরসির স্থানীয় কিছু লোক হজ্জরত অবস্থায় একটি মাদরাসা স্থাপনের সিদ্ধান্ত নেন। পরে স্থানীয় কিছু লোকেরা মিলে সান্দিরা বালুঘাটে ‘দারুল ফেরদাউস’ নামে একটি ইবতেদায়ি মাদরাসা স্থাপনের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুসারে ১৯৮৯ সালে সেপ্টেম্বর মাসে ফুরফুরার পীর আব্দুল কাহহার সিদ্দিকি হাজি আনসার আলি নামের এক ব্যক্তির দান করা জমিতে মাদরাসাটির ভিত্তি স্থাপন করা হয়ে। তবে ফুরফুরার পীর মাদরাসাটির নাম ‘দারুল ফেরদাউস’ নামের পরিবর্তে ‘দারুন নাজাত’ নাম রাখেন।

১৯৯১ সালে আবু বকর সিদ্দিক মাদরাসাটির অধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। পরবর্তীতে ১৯৯৪ সনে আলিম, ১৯৯৬ সনে ফাযিল ও ২০০৪ সনে কামিল পর্যায়ে উন্নীত হয়।

ছাত্র সংগঠন

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার সর্বস্তরের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার জন্য ছারছীনা দরবার শরীফের একমাত্র অরাজনৈতিক ছাত্র সংগঠন “বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ” এর কার্যক্রম চলমান রয়েছে।

শাখা ও ক্লাব

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার কয়েকটি শাখা প্রতিষ্ঠান আছে;

  • দারুননাজাত তাখসীসি শাখা।
  • দারুননাজাত মাদরাসা কিতাব বিভাগ
  • দারুননাজাত নেছারিয়া হিফজখানা।
  • দারুননাজাত মহিলা শাখা।
  • দারুননাজাত ছালেহিয়া এতিমখানা।
  • দারুননাজাত মাদরাসা কিতাব বিভাগ।
  • দারুননাজাত বিজ্ঞান ক্লাব।

আবাসিক হল

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসায় ১৮টি আবাসিক হল রয়েছে।

  1. দারুল হিকমাহ বিজ্ঞান হল
  2. সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহি আলাইহি হল
  3. সুফি ফতেহ আলী ওয়াইসী রহমাতুল্লাহি আলইহি হল
  4. আল্লামা নিয়াজ মাখদুম খোতানি রহমাতুল্লাহি আলাইহি হল
  5. রিয়াজুল জান্নাত ছাত্রাবাস-১
  6. রিয়াজুল জান্নাত ছাত্রাবাস-২
  7. রিয়াজুল জান্নাত ছাত্রাবাস-৩
  8. রিয়াজুল জান্নাত ছাত্রাবাস-৪
  9. রিয়াজুল জান্নাত ছাত্রাবাস-৫
  10. রিয়াজুল জান্নাত ছাত্রাবাস-৬
  11. রিয়াজুল জান্নাত ছাত্রাবাস-৭
  12. রিয়াজুল জান্নাত ছাত্রাবাস-৮
  13. রিয়াজুল জান্নাত ছাত্রাবাস-৯
  14. রিয়াজুল জান্নাত ছাত্রাবাস-১০
  15. রিয়াজুল জান্নাত ছাত্রাবাস-১১
  16. রিয়াজুল জান্নাত ছাত্রাবাস-১২
  17. সিদ্দীকিয়া হল।
  18. দারুন নাজাত রেসিডেন্সিয়াল কেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *