একনজরে কুয়াকাটা দর্শনীয় স্থানগুলো
- কুয়াকাটা বৌদ্ধ মন্দির
- ঐতিহ্যবাহী শতবর্ষী নৌকা
- কুয়াকাটার কুয়া
- কুয়াকাটা জাতীয় উদ্যান
- কাউয়ার চর
- চর গঙ্গামতী
- ঝাউ বন
- লাল কাঁকড়ার চর
- রূপালী দ্বীপ
- বৌদ্ধ বিহার
- মিষ্টি পানির কূপ
- রাখাইন পল্লী
- বার্মিজ মার্কেট
- শুঁটকি পল্লী
- শুঁটকি পল্লী
- লেবুর চর
- তিন নদীর মোহনা
- সুন্দরবনের পূর্বাংশ (ফাতরার বন)
- পানি যাদু ঘর
কুয়াকাটা ইতিহাস
কুয়াকাটা নামের পেছনে রয়েছে আরাকানদের এদেশে আগমনের সাথে জড়িত ইতিহাস। ‘কুয়া’ শব্দটি এসেছে ‘কুপ’ থেকে। ধারণা করা হয় ১৮ শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তখন এখানে সুপেয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কুপ খনন করেছিলেন, সেই থেকেই এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা!
জনসংখ্যার উপাত্ত
২০১১ এর আদমশুমারি অনুযায়ী কুয়াকাটার মোট জনসংখ্যা ৯,০৭৭ জন এবং পরিবার সংখ্যা ২,০৬৫ টি।
Leave a Reply