ইসরায়েল কেন এতো শক্তিশালী

ইসরায়েল কেন এতো শক্তিশালী

ইসরায়েল কেন এতো শক্তিশালী

ইসরায়েল কেন এতো শক্তিশালী

পৃথিবীর গবেষণায় জিডিপির সবচেয়ে বেশি খরচ করে ইসরায়েল।ইসরায়েল জিডিপির প্রায় ৬% গবেষণায় খরচ করে।এতে ইসরায়েলের ছাত্ররা উদ্ভাবনী খাতে সফলতা পাচ্ছে।ফলে ইসরায়েল হয়ে উঠেছে জ্ঞান তৈরির কেন্দ্র।পৃথিবীর বড় বড় কর্পোরেট হাউজের ঘাঁটি হল ইজরায়েল।

এছাড়া ঐতিহাসিকভাবে ইহুদিরা ব্যবসা ভাল বুঝে আর তাদের নীতি হল এক ইহুদি আরেক ইহুদিকে ব্যবসায় সহায়তা করবে।

এছাড়া ইসরায়েল অভ্যন্তরীন ভাবে মুক্ত ও স্বাধীন রাষ্ট্র।আপনি দেখবেন ইসরায়েলের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিন নীতির প্রচুর সমালোচনা হয়।সমালোচকদের মধ্যে অন্যতম নোয়া হারিরি ও গেডিয়ন লেভি অন্যতম।তাদের কিন্তু ইসরায়েল সরকার গ্রেফতার করছে না।জ্ঞান তৈরির জন্য মুক্তি পরিবেশ গুরুত্বপূর্ণ।

এইটাই মূলত ইসরায়েলের শক্তিশালী হওয়ার মূল কারন।তারা জ্ঞান তৈরি করেছে যে জ্ঞান তাদের শক্তিশালী করছে।

ইসরায়েল কেন এতো শক্তিশালী
ইসরায়েল কেন এতো শক্তিশালী

অন্য মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্ক প্রযুক্তিতে মোটামুটি উন্নত।তুরস্ক গবেষণাখাতে জিডিপির ১.১৩% খরচ করে, ইরান ০.৮% খরচ করে।

অন্যদিকে আমাদের বাংলাদেশ গবেষণাখাতে খরচ করে জিডিপির ০.০৩%।এই ০.০৩% অর্থ গবেষকদের হাতে আসার আগেই আমলারা মেরে দেয়।ঠিক এই কারনেই পদ্মাসেতু চীনা প্রকৌশলীরা তৈরি করে, মেট্রোরেল জাপান ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ানরা তৈরি করে দেয়।বাংলাদেশের বুয়েটের পোলাপাইনদের ডেক্সে পাইবেন খায়রুল এডভান্স, মাস্টর্স, MP3 সাধারণ জ্ঞানের বই।বুয়েটের অধিকাংশ পুলাপাইন এইগুলাই পড়ে আর দর্শন বুঝতে আবু তোহা আদনানের ভিডিও দেখে যেইখানে তারা জানতে পারে ইসরায়েল এতটা শক্তিশালী হওয়ার পেছনে রয়েছে দাজ্জাল

তাই মুসলমান দেশগুলোর গঠনগত সমস্যার কারনে ইজরায়েল এখনো ঠিকে আছে।মুসলমান দেশগুলো যদি ইজরায়েল মত R&D তে খরচ করে তাহলে ইজরায়েল থেকে অধিক শক্তিশালী হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *