আসসালামু আলাইকুম, প্রিয় পাঠক কেমন আছেন। আসা করি, আপনারা ভালো আছেন। তো পাঠকগণ আজকে আমরা জানার চেষ্টা করবো, হজের ওয়াজিব কি কি । হজের ওয়াজিব কয়টি
অনেকে জানতে চায়, হজ্জের ওয়াজিব কয়টি ও কি কি। আবার কেউ গুগলে সার্চ করে, হজ্বের ওয়াজিব কি কি তা জানতে চায়। আসা করি আজকের পোস্ট আপনাদের উপকারে আসবে।

হজের ওয়াজিব কি কি । হজ্জের ওয়াজিব কয়টি
হজ্জের ওয়াজিব হলো ৫ টি। যথাঃ
১। মুজদালিফায় অবস্থান করা।
২। কঙ্কর নিক্ষেপ করা।
৩। সাফা ও মারওয়া সাই করা।
৪। মাথা মুন্ডন করা।
৫। বিদায় তাওয়াফ করা।
হজ্জের ওয়াজিব নিয়ে ইমামগণের মধ্যে মতানৈক্য
হজ্জের ওয়াজিব নিয়ে ইমামগণের মধ্যে মতানৈক্য রয়েছে। নিচে তা বিস্তারিত আলোচনা করা হলো।
ইমাম আবু হানিফা রঃ এর মত
ইমাম আবু হানিফা রহঃ এর মতে, হজ্জের ওয়াজিব হলো পাঁচটি। যথাঃ
১। সাফা ও মারওয়া এর মাঝে সাই করা।
সাফা ও মারওয়া পাহাড় দুইটির মাঝে নির্দিষ্ট নিয়মে দোড়ানো বা সাই করা। সুতরাং সাফা ও মারওয়া পাহাড়ে দোড়ানো ওয়াজীব।
২। মুজদালিফায় অবস্থান
আরাফার ময়দান হতে ফেরার পথে ১০ ই যিলহজ রাতের শেষ প্রহরে সূর্য উঠার পূর্বে মুজদালিফার ময়দানে কিছুক্ষন সময় অবস্থান করা ওয়াজিব।
৩। কংকর নিক্ষেপ করা
মিনায় অবস্থিত তিনটি জামারাতে তিনদিনে সর্বমোট ৪৯ টি কংকর ( ১০, ১১, ১২ ই জিলহজ) তারিখে নিক্ষেপ করা ওয়াজিব।
৪। হলক বা কসর বা চুল কাটা
হাজীগণ কুরবানী করার পর ইহরাম ভঙ্গের উদ্দেশ্যে হাজি সাহেবের মাথা মুন্ডন করা বা চুল কাটা ওয়াজিব।
৫। তাওয়াফে সদর বা বিদায়ী তাওয়াফ
হজ্জের সকল কাজ সমাপান্ত মীকাতের বাইরের (অর্থাৎ বিদেশী হাজীগণ) ১২ ই জিলহজ যে কোনো সময় তাওয়াফে সদর বা বিদায়ী তাওয়াফ করা ওয়াজিব। তবে মক্কার অধিবাসী ও হায়েজ ও নেফাজ মহিলাদের জন্য বিদায়ী তাওয়াফ ওয়াজিব নয়।
অন্যান্য ইমামগণের মতে হজ্জের ওয়াজিব
ইমাম শাফিয়ী রহঃ এর মতে, পাথর চুম্বন করা হজ্জের ওয়াজিব।
ইমাম আহমদ রহঃ এর মতে, মিনায় অবস্থান করা হজ্জের ওয়াজিব।
tag
হজের ওয়াজিব কয়টি ও কী কী | হজ্জের ওয়াজিব কয়টি ও কি কি
হজের ওয়াজিব কয়টি ও কি কি
হজ্জের ফরজ ও ওয়াজিব কয়টি
হজ্জের ফরজ ও ওয়াজিব কয়টি আল কাউসার
হজের সুন্নত কয়টি ও কি কি
হজের ফরজ কয়টি
ওমরা হজের ফরজ কয়টি
হজের শর্ত ও ওয়াজিব সমূহ
হজের ফরজ কোনটি
হজ্জের ওয়াজিব কয়টি ও কি কি
হজের ওয়াজিব কয়টি
হজ্জের ফরজ কয়টি ও কী কী
হজের ফরজ কয়টি ও কি কি